মধ্যপ্রদেশের সিধি জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০। এখনও নিখোঁজ রয়েছেন ৩-৪ জন, তাঁরাও হয়তো মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে সিধি জেলার জেলাশাসক রবীন্দ্র কুমার চৌধুরী জানিয়েছেন, বানসাগর খালে যাত্রীবোঝাই বাস পরে যাওয়ার দুর্ঘটনায় মোট ৫০ জনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে যাত্রীদের নিয়ে সিধি থেকে সাতনা অভিমুখে যাচ্ছিল বাসটি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে আচমকাই রাস্তার ধারে বানসাগর খালে পড়ে যায় বাসটি।
বুধবার সকাল পর্যন্ত ৫০টি দেহ উদ্ধার হওয়ার পর এখনও নিখোঁজ রয়েছেন ৩-৪ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, আহতদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করবেন। এখনও পর্যন্ত ৫০টি দেহ উদ্ধার হয়েছে, ৩-৪ জন নিখোঁজ। মৃতদের পরিবারপিছু ৭ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
2021-02-17