অনেক জল্পনা কল্পনা চললেও শেষ পর্যন্ত বাংলা থেকে মাত্র ২ জন মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী। গতবারও যেমন মন্ত্রীত্বে ছিলেন বাবুল সুপ্রিয়। এবারও আসনসোলের দু’বার সাংসদ মন্ত্রী হলেন। বাবুলকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের রাষ্ট্রমন্ত্রীত্ব। অন্যদিকে বিপক্ষের ডাকসাইটে প্রার্থীদের হারিয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ হওয়া দেবশ্রী চৌধুরী পেলেন নারী ও শিশুকল্যান দফতরের রাষ্ট্রমন্ত্রীত্ব। বাংলার এই দুজনকেই বৃহস্পতিবার মোদির সঙ্গে শপথ নিতে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। তারা ২ থেকে একলাফে ১৯ টি আসন জিতে নিয়েছে। এদিকে সামনে ২০২১ বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যের মসনদে বসতে সবরকমভাবে বিজেপি তৎপর।