মিডল্যান্ড পার্কের নতুন নথি সিবিআইয়ের কাছে জমা পরতেই আতঙ্কে শাসক দলের প্রভাবশালীরা। শুক্রবার সারদার মিডল্যান্ডের পার্কের অফিসের নতুন নথি জমা পড়ে সিবিআইয়ের কাছে। বিধাননগড়ের পুলিশ কর্মীরা ট্রাঙ্ক ভর্তি করে নতুন তথ্য এদিন সিবিআই দফতরে জমা করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারও কেন্দ্রীয় গোয়েন্দারা আইপিএস অফিসার অর্নব ঘোষকে টানা জেরা করে আরও নতুন নথির খোঁজ পায় বলে সূত্রের খবর। বিধাননগড়ের প্রাক্তন গোয়েন্দা প্রধানকে টানা জেরা করে বহু নতুন নথির সন্ধান মিলেছে বলে দাবি সারদার তদন্তকারীদের। এমনকি টানা জেরায় অর্নব ঘোষ সারদা সম্পর্কে বেশকিছু নতুন সূত্র সিবিআইকে বলেছেন। যারফলে নবান্নের গেট পর্যন্ত সিবিআইয়ের তদন্তকারীদের যাওয়া সম্ভব হবে।
তবে, অর্নব ঘোষের দেওয়া সব তথ্যই মিলিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারীকরা। তারপর ফের তাঁকে আরও একদফায় জেরা করবে সিবিআই। গত দু’দিনে সারদা চিটফান্ডের নতুন নথি উদ্ধার হওয়ায় খুশি কেন্দ্রীয় গোয়েন্দারা। এরফলে সারদা মামলায় আরও গতি আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।