আইপিএস অর্ণব ঘোষ, বিধাননগর দক্ষিণ থানার এসআই আই আর মোল্লার পর শুক্রবার দুপুরে সল্টলেকের সিবিআই দফতরে হাজির সিআইডি’র ডিএসপি শঙ্কর ভট্টাচার্য৷ সারদা চিটফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠীত বিশেষ তদন্তকারী দলের সদস্য ছিলেন তিনি৷
সারদা চিটফান্ড তদন্তের জাল গোটাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ রাজীব কুমার থেকে সিটের অন্যসব সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷
এর আগে সিটের সদস্য পুলিশ কর্মী প্রভাকর নাথকে তলব করে সিবিআই৷ দিন কয়েক আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ চালায়৷ এবার সিটেরই সদস্য শঙ্কর ভট্টাচার্যকেও ডেকে পাঠানো হল৷
সিটের প্রধান রাজীব কুমার ও বিধাননগর কমিশনাটের তৎকালীন গোয়েন্দা প্রধান সিটের নিচুতলার পুলিশ কর্মীদের কি নির্দেশ দিতেন তা জানতে চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া জিজ্ঞাসাবাদ করা হবে সারদার লাল ডায়িরী ও পেনড্রাইভ সমন্ধেও৷