টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যত দিন যাচ্ছে, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত। আনলক পর্বের গোড়ার দিকে দৈনিক সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছিল। সেই উদ্বেগ অনেকটাই কেটেছে। প্রায় প্রতিদিনই একটু একটু করে কমছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে সুস্থতার হার। যদিও ভ্যালেন্টাইনস ডে’র পরের দিনই বেশ খানিকটা বাড়ল অ্যাকটিভ কেস।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন। যা গতকালের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৫৮৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সামান্য কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন। গত কয়েকদিন ধরে অ্যাকটিভ কেস লাগাতার কমতে থাকলেও প্রেম দিবসের পরের দিনই কিন্তু গ্রাফ উঠল উপরের দিকে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে, দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৭৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০ জনের। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে যেমন করোনাকে জয় করেছেন ৯ হাজার ৪৮৯জন। এখনও পর্যন্ত ভারতে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২২০ জন।
এদিকে, দেশে টিকাকরণ (Corona Vaccination) হয়েছে ৮২ লক্ষের বেশি মানুষের। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে খানিকটা কম হলেও, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। তবে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি দ্রুত করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে নমুনা পরীক্ষাও।