চিপকে দ্বিতীয়দিনের শেষে দ্বিতীয় টেস্টের যা গতিপ্রকৃতি তাতে প্রথম টেস্টের কার্যত উলটপুরাণ বলা যেতে পারে। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩৪ রানে শেষ ইংল্যান্ড। দ্বিতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৪ রান তুলে ২৪৯ রানে এগিয়ে ভারতীয় দল। বাইরে এবং ঘরে বিরাট কোহলির নেতৃত্বে গত দু’টি টেস্টে ভরাডুবির পর ফের চলতি টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত। তাই ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির মধ্যেই চিপকে দর্শকদের উদ্দেশ্যে হুইসল দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এমনিতে চিপক চেন্নাই সুপার কিংসের হোমগ্রাউন্ড হওয়ায় আইপিএল চলাকালীন মহেন্দ্র সিং ধোনির হুইসন-পোডু চলে এখানে। কিন্তু লকডাউনের কারণে দীর্ঘদিন দেশের মাটিতে বন্ধ ছিল স্পোর্টিং ইভেন্ট। চিপকে চলতি টেস্টে লকডাউন পরবর্তী সময় প্রথম দর্শক সমাগমে অনুষ্ঠিত হতে চলেছে কোনও স্পোর্টিং ইভেন্ট। দল সুবিধাজনক জায়গায় থাকায় দর্শকদের তাতানোর জন্য অনুকূল পরিবেশকেই এদিন বেছে নিলেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের ব্যাটিং হারাকিরির মাঝেই ধোনির চিপকে চলল বিরাটের হুইসল-পোডু।
শুধু হুইসল দিয়ে থেমে থাকেননি বিরাট। চিপকের গ্যালারির উদ্দেশ্যে হাত নেড়ে বিরাট জানান দেন, তোমরাও অংশ নাও এই হুইসল-পোডুতে। ভারত অধিনায়ককে নিরাশ করেননি চিপকের দর্শক। বিরাট হুইসল শেষ হতেই শব্দব্রহ্মে ফেটে পড়ে চিপকের গ্যালারি। তাতেই যেন আরও কেঁপে যায় ইংরেজদের ব্যাটিং লাইন-আপ। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে অশ্বিন-ভেলকিতে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
একাই ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ভাঙন ধরান ‘ঘরের ছেলে’ রবি অশ্বিন। কেরিয়ারে। কেরিয়ারে এই নিয়ে ২৯ বার ৫ উইকেট নিলেন এই ফিঙ্গার স্পিনার। এছাড়া ২ উইকেট নেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল। বাকি তিন উইকেট পেসারদের ঝুলিতে। ১৯৫ রানে এগিয়ে থেকে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে ভারত। অর্থাৎ, ৯ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের চেয়ে ২৪৯ রানে এগিয়ে বড় অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।