প্রথম দিন দেখেই বোঝা গিয়েছিল চিপকের উইকেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবেন ভারতের স্পিনাররা। সেটাই হল। তবে এভাবে রুটবাহিনী আত্মসমর্পণ করবে তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু অশ্বিনের স্পিনের জবাব ছিল না তাঁদের কাছে। আর তার ফলেই মাত্র ১৩৪ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে ১৯৫ রানের বিশাল লিড পেয়েছে ভারত।
এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন ইংল্য্যান্ডের ওপেনার ররি বার্নস। তারপরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন সিবলি ও লরেন্স। খুব ধীরে খেলছিলেন তাঁরা। ইশান্তের সঙ্গে অশ্বিনকে নতুন বল দেন বিরাট। তার ফলও মেলে। অশ্বিনের বলে আউট হয়ে ফিরে যান সিবলিও। মাত্র ১৬ রানে ২ ওপেনারকে হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের ইনিংস ধরার দায়িত্ব ছিল রুটের কাঁধে। কিন্তু তিনিও চললেন না। অক্ষর পটেলের টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট হলেন তিনি। লাঞ্চের আগে অশ্বিনের দ্বিতীয় শিকার হন ড্যানিয়েল লরেন্স। স্লিপে দুরন্ত ক্যাচ ধরেন বিরাট।
লাঞ্চের পরে ব্যাট করতে নেমেও একই হাল ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ভয়ে ভয়ে খেলছিলেন তাঁরা। অলি পোপ ও বেন স্টোকস কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। কিন্তু অশ্বিনের দুরন্ত অফ স্পিনের জবাব ছিল না স্টোকসের কাছে। স্টোকস ফিরে যেতে পোপের সঙ্গে জুটি বাঁধেন কিপার ফোকস। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে ভাল দেখাল ফোকসকে। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ভারতীয় বোলারদের সামলালেন।
ভাল পার্টনারশিপ গড়লেও চায়ের বিরতির আগে সিরাজের বলে আউট হন পোপ। তবে সেই উইকেট যত না পোপের তার থেকে অনেক বেশি উইকেট কিপার ঋষভ পন্থের। চায়ের বিরতির পরেও বেশিক্ষণ টিকতে পারেননি ইংল্যান্ডের টেল এন্ডাররা। একমাত্র ফোকস একদিকে ৪২ রান করে টিকে থাকেন। ১৩৪ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে অশ্বিন ৫, ইশান্ত-অক্ষর ২ ও সিরাজ ১ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও খেলতে নেমে ভাল শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। যথেষ্ট দ্রুত রান তুলছিলেন তাঁরা। কিন্তু মাঝেমধ্যেই দুই স্পিনারের বল টার্ন-বাউন্স করছিল। ১৪ রানের মাথায় জ্যাক লিচের বলে আউট হন শুভমান। বাকি সময়ে সাবধানে খেলেন রোহিত ও পুজারা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৫৪। রোহিত ২৫ ও পুজারা ৭ রান করে অপরাজিত রয়েছেন। এই মুহূর্তে ২৪৯ রানের লিড রয়েছে ভারতের।
এখন দেখার তৃতীয় দিন কত রান তুলতে পারেন রোহিতরা। কারণ যত রান ভারত করবে ততই ইংল্যান্ডের হাতের বাইরে ম্যাচ বেরিয়ে যাবে।