হলদিয়ার পর এ বার হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবাসরীয় বিকেলে সেজন্য হুগলিতে মাঠ পরিদর্শনে গেলেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলায় রাজনৈতিক সভা করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে কৌতূহলের বিষয় অবশ্যই রয়েছে। তা হল, ওই দিন কি বাংলায় কোনও সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী।
যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। তা ছাড়া কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী যদি ২২ ফেব্রুয়ারি কোনও সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তা হলে ধরে নেওয়া যেতে পারে তার আগে ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়তো হবে না।
কারণ, ভোটের দিন ঘোষণার অর্থ নির্বাচনের আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাওয়া। তার পর কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ইত্যাদি করা যায় না।
এর আগে গত রবিবার হলদিয়ায় একুশের ভোটের জন্য প্রথম জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেদিনও তাঁর সরকারি কর্মসূচি ছিল। হলদিয়ায় এলপিজি ইমপোর্ট টার্মিনাল, ৪১ নম্বর জাতীয় সড়কের উপর উড়ালপুল, গ্যাস পাইপলাইন প্রকল্পের সেদিন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।