বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টা নাগাদ প্রধানমন্ত্রী পদের জন্য ফের একবার শপথগ্রহম করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী৷ মোট ৫৮ জন এদিন শপথগ্রহণ করেন৷ রাষ্ট্রপতি ভবনে এদিন হাজার হাজার মানুষের ভিড়৷ তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যক্তিত্বরা৷ BIMSTEC গ্রুপের নেতারাও হাজির ছিলেন এদিন৷ মরিশাস, কিরঘিজ রিপাবলিকের নেতারা এদিন মোদীকে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান৷ একনজরে মোদী ব্রিগেড-
পূর্ণমন্ত্রী-
রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, ডিভি সদানন্দ গৌড়া, নির্মলা সীতারামন, রাম বিলাস পাসোয়ান, নরেন্দ্র সিং তোমর, রবি শঙ্কর প্রসাদ, হরসিমরত কউর বাদল, থাওয়ারচন্দ গেহলোট, এস জয়শঙ্কর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, ডঃ হরিশ বর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূশ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নাকভি, প্রহ্লাদ যোশী, মেহেন্দ্র নাথ পান্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)-
সন্তোষ কুমার গাঙ্গোয়ার, শ্রীপদ নায়েক, রাও ইন্দ্রজিৎ সিং, ডঃ জিতেন্দ্র সিং, কিরেণ রিজিজু, প্রহ্লাদ প্যাটেল, আরকে সিং, হরদীপ পুরি, মনসুখ মান্ডভিয়া
প্রতিমন্ত্রী-
ফগ্গন সিং, অশ্বিনী কুমার চৌবে, অর্জুন রাম মেঘওয়াল, ভিকে সিং, কিসণ পাল গুজ্জর, রাওসাহাদ দানভে, কিষণ রেড্ডি, পরষোত্তম রুপালা, রামদাস আঠাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জিব কুমার বালিয়ান, সঞ্জয় শামরাও ধোত্রে, অনুরাগ ঠাকুর, সুরেশ আঙ্গাড়ি, রত্তন লাল কাট্টারিয়া, ভি মুরলীধরণ, রেনুকা সিং সারুতা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারঙ্গি, কৈলাশ চৌধুরি, দেবশ্রী চৌধুরী