রোজভ্যালি কাণ্ডে এক অভিযুক্তের সাত বছরের সাজা দিল নগর দায়রা আদালত। বিধানসভা ভোটের মুখে বিপুল এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। ইতিমধ্যেই গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে। ১২ কোটি ৮৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের এই মামলায় এবার জাল গোটাতে জোরদার তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পাহাড়প্রমাণ দুর্নীতি। কেলেঙ্কারির শিকড় আরও গভীরে বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যেই রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে নেমে বেশ কিছুটা সাফল্য হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত গৌতম কণ্ডু আপাতত জেলে। গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি-র অফিসাররা। রোজভ্যালির টাকাও বিদেশে পাচার হয়েছে বলে অনুমান করেছিলেন ইডি-র আধিকারিকরা।
সেই বিষয়েই শুভ্রা কুণ্ডুকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা। শুভ্রা কুণ্ডুর দক্ষিণ কলকাতার আবাসনে গিয়েছিলেন ইডি-র ৩ আধিকারিক। গৌতম কুণ্ডুর একাধিক ব্যবসা তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে ছিল। ইডি-র আধিকারিকরা সে বিষয়ে প্রশ্ন করেছিলেন শুভ্রাকে।
তাঁর নামে ঠিক কী কী ব্যবসা ছিল তা জানতে চেয়েছিলেন আধিকারিকরা। ব্যাবসা থেকে কত টাকা সংস্থা ঘরে তুলেছে সে বিষয়েও শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসাররা। তবে শুভ্রার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়।
রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে গ্রেফতার করা হলেও, তার ল্যাপটপ ও মোবাইলের সন্ধান পাচ্ছে না সিবিআই। তারই জেরে এর আগে তিন প্রাক্তন ইডি আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের আগে তদন্তে নামে এফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)৷ কলকাতার বিভিন্ন জায়গায়,শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট ও রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারির শোরুম সহ একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷
কিন্তু তারপর থেকে রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর ল্যাপটপ ও মোবাইলের সন্ধান পাওয়া যাচ্ছে না৷ অভিযোগ ইডি-র কাছে বার বার চেয়েও পাওয়া যায়নি ওই ল্যাপটপ ও মোবাইল৷ সিবিআই মনে করছে ,গৌতম কুন্ডুর ল্যাপটপ ও মোবাইল পাওয়া গেলে, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত৷ এদিকে, শুক্রবারই রোজভ্যালি কাণ্ডে এক অভিযুক্তের সাত বছরের সাজা দিল নগর দায়রা আদালত। বিধানসভা ভোটের মুখে বিপুল এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই ও ইডি।