কোচ-রাজবংশী জনগোষ্ঠীয় ধর্মগুরু অনন্ত রায় তথা অনন্ত মহারাজের চিরাঙের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বহু দফতরের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাস এবং সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বৰ্গীয়।
বুধবার মধ্যরাতে গুয়াহাটিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমিনগাঁওয়ের অতিথিশালায় রাত কাটিয়ে বৃহস্পতিবার সকাল প্রায় ১১টায় হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী সনোয়াল অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব, অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাসদের সঙ্গে নিয়ে নিম্ন অসমের চিরাঙে ধর্মগুরু অনন্ত মহারাজের বাড়িতে যান তিনি। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান অনন্ত মহারাজ সহ স্থানীয়রা। আজ তাঁর বাড়িতেই মধ্যাহ্ন ভোজন পর্ব সম্পন্ন করেছেন অমিত শাহরা।
বিশ্বস্ত সূত্রের খবর, পশ্চিমবঙ্গ এবং অসম বিধানসভা নির্বাচনে কোচ-রাজবংশী জনগোষ্ঠীর ভোট বিজেপির পক্ষে আদায় করার আবেদন নিয়েই অমিত শাহ অনন্ত মহারাজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গে কোচ-রাজবংশী ভোটারের সংখ্যা প্রায় ১৮.৫ লক্ষ। তাই ভোটের অঙ্কের সমীকরণে অনন্ত রায়ের সঙ্গে এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন শাহ। প্ৰায় আধঘণ্টার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর ধর্মগুরু অনন্ত মহারাজ অমিত শাহক বিজেপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে খোলাখুলি এ-সব তথ্য কেউ স্বীকার না করলেও বিশ্বস্ত সূত্রটি জানিয়েছে, অনন্ত মহারাজের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়ে এখান থেকে কোচবিহারের উদ্দেশে যাত্ৰা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৬-এর নিৰ্বাচনে অসমে কোচ-রাজবংশীদের জনজাতির মৰ্যাদা দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়ে বিজেপি রাজ্যে সরকার গড়তে সক্ষম হয়েছিল। আজ এ বিষয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে কোচবিহার থেকে স্থায়ীভাবে সীমান্তবর্তী অসমের চিরাঙে বসবাস করছেন অনন্ত মহারাজ। তবে পশ্চিমবঙ্গে বসবাসরত কোচ-রাজবংশীদের ওপর তাঁর ব্যাপক প্রভাব রয়েছে।
2021-02-11