আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021)এ রাজ্যে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা৷ করোনা আবহে বাড়ছে বুথের সংখ্যাও৷ এমনটাই নির্বাচন কমিশন (Eection Commission Of India)সূত্রে খবর৷
সূত্রের খবর, ২০১৬ বিধানসভা নির্বাচনের নিরিখে ২৫% বৃদ্ধি পাচ্ছে পর্যবেক্ষকের সংখ্যা৷ এছাড়া করোনা আবহে এবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দু’জন যেতে পারবেন৷ এবং দু’টো গাড়ি নিয়ে যেতে পারবেন৷ আগে প্রার্থীর সঙ্গে নয়ন পত্র জমা দিতে ৪ জন ও ৪ টি গাড়ি যেতে পারতো৷
এদিকে ১৫ ফেব্রুয়ারির পর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Eection Commission Of India)৷ পশ্চিমবঙ্গে (west Bengal) নির্বাচন হতে পারে ৬ থেকে ৮ দফায়।
আগামী মে মাসের ১ তারিখের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। কারণ সেই সময়েই শুরু হতে চলেছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ এদিকে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল৷ পাশাপাশি তৎপর নির্বাচন কমিশনও৷ কলকাতাসহ জেলায় জেলায় বুথগুলিকে প্রস্তুত করতে বলা হয়েছে৷
রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল-বেঞ্চ৷ রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ আসন্ন নির্বাচন পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত শুনেন তিনি৷ এছাড়া রাজ্য়ের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের৷
অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনে আসছেন নতুন তিনজন আধিকারিক৷ এরা হলেন বিজিত ধর,সৌরভ বারিক ও অরিন্দম নিয়োগী৷ সূত্রের খবর, নির্বাচন কমিশন নতুন তিনজন আধিকারিককে নিয়োগ করল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরে৷ রাজ্য থেকে পাঠানো তালিকা থেকে এদের নেওয়া হয়েছে৷ রাজ্য ৯ জন আধিকারিকের তালিকা পাঠিয়েছিল৷
উল্লেখ্য,সম্প্রতি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে তিনজনকে বদলি করা হয়। এরা হলেন জয়েন্ট সিইও অনামিকা মজুমদার, অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মণ ও ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্য৷
যুগ্ম সিইও অনামিকা মজুমদার ইভিএম এবং ভোট কর্মীদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন৷ ডেপুটি সিইও অমিত জ্যোতি ভট্টাচার্য্যকেও সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মূলত মিডিয়া সেল এবং ভোট প্রচার সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতেন তিনি। অতিরিক্ত সিইও শৈবাল বর্মন মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন শৃঙ্খলা দেখভালের দায়িত্বে ছিলেন৷