মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আক্রমণ অব্যাহত। এবার মমতাকে আক্রমণ করে জে পি নাড্ডা বললেন, পশ্চিমবঙ্গের আদিবাসী এবং কৃষকদের কল্যাণের স্বার্থে মমতা কিছুই করেননি। পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করে নাড্ডা বলেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনলে রাজ্যের জনগণের সর্বাত্মক অগ্রগতি নিশ্চিত করা হবে।” বুধবার সকালে খড়গপুরে চা-চক্র কার্যক্রমে অংশ নেন নাড্ডা, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
নাড্ডা এদিন বলেন, “কমলই এগিয়ে যাওয়ার পথ, কমলই পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে আসবে। সম্প্রতি, মোদীজি রিফাইনারি প্রকল্পের জন্য ৪,৭০০ কোটি টাকা, হাইওয়ের জন্য ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, পদ্ম ফুটলে এবং মমতা দিদি চলে গেলেই এই উন্নয়ন সম্ভব।” নাড্ডা এদিন আরও বলেন, “একদিকে মোদীজি পশ্চিমবঙ্গের সার্বিক অগ্রগতি চাইছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দিতে চাইছেন।” নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের কৃষকরা, বিজেপি ক্ষমতায় এলেই সমস্ত সুবিধা পাবেন বঙ্গের কৃষকরা।
2021-02-10