Breaking: অশ্বিনের ভেল্কিতে ১৭৮ রানে শেষ ইংল্যান্ড

এভাবেও ফিরে আসা যায়! প্রথম ইনিংসে রানের পাহাড় গড়া ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে দু’শো রানের গণ্ডি ছুঁতে দিলেন না ভারতীয় বোলাররা৷ রবিচন্দ্রন অশ্বিনের ভেল্কিতে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস৷ ফলে চিপকে ভারতের টার্গেট ৪২০ রান৷

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৭৮ রান তুললেও দ্বিতীয় ইনিংসে শুরুটাই বলে দিয়েছিল কেমন হবে৷ দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ অফ-স্পিনার অশ্বিনের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি৷ প্রথম বলেই ররি বার্নসে প্যাভিলিয়নে পথ দেখিয়ে অশ্বিন বুঝিয়ে দিয়েছিলেন দিনটা আজ তাঁরই৷ ১৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬১ রান খরচ করে অশ্বিন তুলে নেন ৬টি উইকেট৷ ছাড়া শাহবাজ নাদিম দু’টি এবং জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন৷

তামিল এই অফ-স্পিনারের ভেল্কিতে দু’শো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের শাসন করেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা৷ যাতে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন স্বয়ং৷ অধিনায়ক জো রুটের দুরন্ত ডাবল সেঞ্চুরিতে ভারতের সামনে বড় রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড৷ রুটের ২১৮ রান ছাড়া বেন স্টোকসের ও ডম সিবলের হাফ-সেঞ্চুরিতে ৫৭৮ রান তুলেছিল ইংল্যান্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.