নয়াদিল্লি ওখলা মেট্রো স্টেশনের কাছাকাছি হরিকেশ নগরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌছছে দমকলের ৩০ টি ইঞ্জিন। শনিবার রাত ২ টো নাগাদ ওই কারখানায় আগুন লাগে। রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে দমকল বাহিনী।
জানা গেছে, হরিকেশ নগরের ওই কারখানায় হঠাৎ করেই আগুন লাগে ও পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। গভীর রাতে আগুন লাগায় সকলে সে সময় ঘুমাচ্ছিল। যখন সকলে ব্যাপারটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে কম সংখ্যায় এলেও একে একে ৩০ টি ইঞ্জিন হাজির হয় ওই এলাকায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায়। আগুনের লেলিহান শিখা অনেক ওপরে উঠে যাচ্ছিল দমকল এসে প্রায় ৪০ জনকে আগুনের ভিতর থেকে উদ্ধার করে। তবে এক বৃদ্ধ ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। আগুনের লেলিহীন শিখায় ভস্মীভূত বহু লোকের প্রচুর সম্পত্তি ।
2021-02-07