হলদিয়ায় মোদীর সভার আগে নন্দীগ্রামে বিজেপির প্রস্তুতি সভায় হামলা, আহত ৫

আজ, রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভা৷ কিন্তু তার আগে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কমলপুরে৷ আহত হয়েছেন ৫ বিজেপি কর্মী৷ বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷

বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে দলের প্রস্তুতি বৈঠক চলছিল নন্দীগ্রামে৷ সেই সময় রড-বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা৷ তাতে বিজেপির ৫ জন কর্মী আহত হয়েছেন৷ তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,মুখ্যমন্ত্রী ও তৃণমূলের যুব নেতারা ইঞ্চিতে-ইঞ্চিতে দেখে নেব, বুঝে নেব বলে উস্কানি দিচ্ছেন, এধরনের ঘটনা তারই পরিণতি৷ অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে৷

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে একটি সরকারি কর্মসূচী ও একটি দলীয় কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তুতি সভার আগে বিজেপির এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দলীয় পতাকায় মোড়া হয়েছে তমলুক বিধানসভার মেচেদা ওভার ব্রিজ থেকে হলদি চক পর্যন্ত।

এদিকে একুশের ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। এক মাসের মধ্যে পরপর দু’বার বঙ্গ-সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি রবিবার প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অধীনে ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্বোধন করবেন৷

জানা গিয়েছে, রবিবার প্রথমে হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্থানীয় হেলিপ্যাড মাঠে বিজেপির একটি প্রকাশ্য সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই সভা ঘিরে রাজ্য বিজেপির ব্যস্ততা তুঙ্গে। কলকাতায় দলের সদর দফতর থেকে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে জেলা নেতৃত্বের সঙ্গে।

সভার মাঠ ভরাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকদের আনার তোড়জোড় চলছে। শুভেন্দু অধিকারীতে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর জেলায় প্রধানমন্ত্রীর এটাই প্রথম সভা। শুভেন্দু দলে যোগ দেওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছেড়ে বহু কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।

নরেন্দ্র মোদী নিজেও শুভেন্দুকে বিজেপি-যোগের ‘পুরস্কার’ দিয়েছেন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এই আবহেই কাল শুভেন্দুর গড়ে মোদীর সভা। রাজনৈতিকভাবে যা পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বিজেপিকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.