১৪ দিনের ব্যবধানে রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে হলদিয়ায় আসবেন তিনি। সেই মঞ্চে কোন কোন জনপ্রতিনিধিদের দেখা যাবে তা নিয়ে যখন রাজনৈতিক কৌতূহল বাড়ছে তখন আরও একটি কর্মসূচি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রক সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ সংস্থার নবনির্মিত দফতর উদ্বোধনে প্রধানমন্ত্রী আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় আসতে পারেন। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রোটোকল মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
একটি সূত্রে জানা যাচ্ছে, ওইদিন নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ডিসেম্বর থেকেই সম্প্রসারিত লাইনে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। এবার যাত্রী পরিষেবা শুরুর চূড়ান্ত প্রস্তুতি চলছে।
সরকারি কর্মসূচি হলেও ভোটের আগে ঘনঘন প্রধানমন্ত্রীর বাংলা সফরকে অনেকেই রাজনীতি সঙ্গে জুড়ে দেখতে চাইছেন। ঠিক একই ভাবে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে অন্তত তিনবার অসম সফরে যাবেন প্রধানমন্ত্রী। বাংলার সঙ্গে সেখানেও ভোট রয়েছে।