প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যা হয়েছিল, সেই হিংসার পুনরাবৃত্তি চাইছে না দিল্লি পুলিশ। হিংসা চাইছেন না কৃষকরাও। তা সত্ত্বেও শনিবার আন্দোলনকারী কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না দিল্লি পুলিশ। আগাম সতর্কতা হিসেবে লালকেল্লা, মিন্টো ব্রিজ এলাকা-সহ দিল্লির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সিংঘূ, টিকরি, গাজিপুর, শাহজাহানপুর সীমানায়। ড্রোন দিয়ে চলছে নজরদারি। দিল্লি-এনসিআরএ ৫০ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ, প্যারামিলিটারি এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে মোট ৫০ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১২টি মেট্রো স্টেশনের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
কৃষকরা মোটেও হিংসা চাইছেন না। শনিবারের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি যে শান্তিপূর্ণ করাই তাঁদের লক্ষ্য, তা শুক্রবারই বিবৃতি দিয়ে জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। দেশ জু়ড়ে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমস্ত জাতীয় এবং রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি চলবে। তবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাগুলিতে ‘চাক্কা জ্যাম’ করা হবে না বলে জানানো হয়েছে।
2021-02-06