কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই কেন্দ্রের প্রধান লক্ষ্য। নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। শুক্রবার রাজ্যসভায় কৃষিমন্ত্রী বলেছেন, “কৃষকদের আয় দ্বিগুণ হোক এবং জিডিপি-তে কৃষির অবদান যাতে দ্রুত বৃদ্ধি পায়, এটাই সরকারের প্রচেষ্টা। সেই লক্ষ্যে এই তিনটি কৃষি আইন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যসভা এবং কৃষকদের আমি জানাতে চাই, কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
কৃষিমন্ত্রী বলেন, “আমি এ বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, সরকার যদি কৃষি আইনে সংশোধনের জন্য প্রস্তুতও হয়, তার মানে এটা মোটেও নয় যে কৃষি আইনে কোনও ত্রুটি ছিল। নির্দিষ্ট রাজ্যের কৃষকদেরই ভুল বোঝানো হচ্ছে।” কৃষিমন্ত্রী রাজ্যসভায় এদিন আরও বলেন, কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের প্রধান লক্ষ্য। রেলের মাধ্যমে পরিবহন করা হবে ফল ও সবজি, এ বিষয়ে কে ভেবেছিল? উৎপাদন খরচের চেয়ে ৫০ শতাংশ বেশি এমএসপি সরবরাহ করতে শুরু করেছি আমরা। এছাড়াও আত্মনির্ভর প্যাকেজের অধীনে ১ লক্ষ কোটি টাকার কৃষি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড প্রদান করা হয়েছে।” বিরোধীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেছেন, “কৃষি আইন বাস্তবায়িত হলে অন্যরা তাঁদের জমি দখল করে নেবে, এই ধরনের কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কন্ট্রাক্ট ফার্মিং আইন অনুযায়ী যে কোনও বাবসায়ী কৃষকদের জমি ছিনিয়ে নিতে পারেন, এমন কোনও বিধান যদি থাকে তাহলে সেটা আমাকে জানান।” কৃষিমন্ত্রী এদিন বলেন, “সরকারের দরিদ্রমুখী প্রকল্পগুলি গ্রামে বাসকারী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।”
2021-02-05