কৃষক বিক্ষোভে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। এমনকী পুলিশের প্রতিরোধে গাজীপুর সীমান্তে গিয়েও ফিরে আসতে হয়েছে বিরোধী দলের সাংসদদের। তবে এখনও সংসদে এই ইস্যুতে বক্তব্য রাখতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রতীক্ষার অবসান। জানা গিয়েছে ৮ই ফেব্রুয়ারি সংসদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর বক্তব্যে স্বাভাবিকভাবেই নজর থাকবে গোটা দেশের।
সকাল সাড়ে দশটায় রাজ্যসভায় বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। সংসদের অধিবেশনে ওঠা বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে বক্তব্য রাখতে পারেন তিনি। তাঁর বক্তব্যে থাকতে পারে দেশে সাম্প্রতিক পরিস্থিতির কথাও। উঠে আসতে পারে কৃষক বিক্ষোভের প্রসঙ্গ। একাধিকবার বিরোধী সাংসদদের বিক্ষোভে মুলতুবি করে দিতে হয়েছে সংসদের দুই কক্ষ। এবারের বাজেট অধিবেশনের বেশিরভাগ সময়েই সংসদ উত্তপ্ত ছিল কৃষক বিক্ষোভের প্রসঙ্গে।
এর আগে, বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ওই দিন জাতীয় পতাকার অপমান করা হয়েছে। যা কখনই কাম্য নয়। গোটা দেশ স্তম্ভিত এই ঘটনা দেখে। প্রজাতন্ত্র দিবসে যেভাবে দিল্লি উত্তাল হয়ে ওঠে ও কৃষক বিক্ষোভ যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তাতে বিশেষ কিছু বার্তা মোদী দেবেন কীনা, সেদিকে তাকিয়ে ছিল দেশ। এখনও পর্যন্ত কৃষক বিক্ষোভ নিয়ে সরাসরি সেভাবে মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। তবে সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্র সরকারের বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদী উল্লেখ করেন দেশের মেয়েদের সাফল্যের কথাও। বিশ্বের সবথেকে কঠিন ও সবচেয়ে দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে ইতিহাস তৈরি করেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট টিম। সান ফ্রান্সিসকো থেকে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তাঁরা। এদিন এই টিমের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন দেশের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীতে থাকা প্রত্যেক মহিলা জওয়ানের জন্য দেশ গর্বিত।