শ্লথ হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। সেই গতি ধরে রাখতে রেপো রেট ও রিভার্স রেপো রেট ফের অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশেই রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে মনেটারি পলিসি কমিটি। এছাড়াও ৪.২৫ শতাংশেই রয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট এখন ৩.৩৫ শতাংশ।
একই সঙ্গে ২০২১-২২ অর্থবর্ষের গ্রস ডোমেস্টিক প্রডাক্ট (জিডিপি) বৃদ্ধির হারও পুনর্মূল্যায়ন করে কিছুটা ভাল জায়গায় থাকবে বলে শুক্রবার আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি গ্রোথ প্রত্যাশা করা হয়েছে ১০.৫ শতাংশ। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, ২০২০ সাল আমাদের ক্ষমতা এবং সহনশীলতার পরীক্ষা নিয়েছে, ২০২১ সাল ভারতের ইতিহাসে নতুন অর্থনৈতিক যুগের সূচনা করতে চলেছে। গ্রাহকদের আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত হচ্ছে এবং উৎপাদন, পরিষেবা এবং অবকাঠামোগত ব্যবসায়ের প্রত্যাশা উজ্জীবিত রয়েছে।
2021-02-05