স্বপ্ন হচ্ছে সত্যি, প্রথমবার সাধারণ মানুষকে মহাকাশে নিয়ে যাচ্ছে স্পেসএক্স

এই মুহুর্তের বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্কের সংস্থা স্পেস এক্স মহাকাশে পৌঁছে দিতে চলেছে সাধারণ মানুষকে। বাণিজ্যিক ভাবে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা কোনও সাধারণ মানুষকে পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা সামনে এনেছে।

এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ইন্সপিরেশন ৪’। ২০২১ এর শেষের দিকে এই মিশন সফল ভাবে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপাতত জানা গিয়েছে, চারটি প্রাইভেট ক্রু ড্রাগন ক্যাপসুলে এই সংস্থা তাঁদের মহাকাশযাত্রীদের পাঠাবে। এই ক্যাপসুলগুলি পৃথিবীর নিজ কক্ষপথের চারিদিকে ঘুরবে।

স্পেসএক্স জানাচ্ছে, শিফট ফর পেমেন্টের কর্ণধার ও সিইও জেয়ার্ড আইস্যাকম্যান তাঁর পাশের তিনটি ক্যাপসুল সাধারণ মানুষদের জন্য রাখছেন। এই তিনটি ক্যাপসুলের জন্য খরচ বহন করবেন আইস্যাক নিজেই। ওই বাকি তিনজনকে সাধারণ মানুষদের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে। ওই তিন জন কারা হতে চলেছে চলত সপ্তাহেই জানা যাবে বলে খবর।

‘ইন্সপিরেশন ৪’ যাত্রীদের প্রত্যেককে কমার্শিয়াল অ্যাস্ট্রোনট ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংটি হবে ‘ফ্যালকন ৯ লঞ্চ ভেহিকল’ ও ‘ড্রাগন স্পেসক্রাফট’-এ। শেখানো হবে অরবাইটাল মেকানিক এবং মাইক্রোগ্র্যাভিটি ও জিরো গ্র্যাভিটিকে কীভাবে পরিচালনা করতে হয় সেই কাজ। কীভাবে মহাকাশে গিয়ে নানারকম কাজকর্ম করতে হয় এবং নিজের উপর কীভাবে নিয়ন্ত্রন রাখতে হয় সেই শিক্ষাও দেওয়া হবে। স্পেসস্যুট পড়া, এয়ার ক্রাফটের ব্যাবহার শেখানো হবে। জানা গিয়ে এই মহাকাশজানটি পৃথিবীতে ফিরে এসে নামবে ফ্লোরিডার উপকূলবর্তী কোনও একটি অঞ্চলে।

এই মহাকাশ যাত্রা যে সংস্থা করছে তার প্রধান এলন মাস্ক এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি। সম্প্রতি তিনি ধনকুবেরদের শীর্ষে উঠেছেন। আগে এই স্থান ছিল জেফ বেজোসের দখলে ছিল। তাকে পিছনে ফেলেই এখন শীর্ষে এলন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.