টিকাকরণ কর্মসূচিতে রেকর্ড গড়ল ভারত। আমেরিকা, ব্রিটেনকে পিছনে ফেলে দিল ভারত। মাত্র ২০ দিনের মধ্যেই ভারতে ৪৪ লক্ষের বেশি ফ্রন্টলাইন কর্মীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা পেয়েছেন ৪৪ লক্ষের বেশি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত ৪৪ লক্ষ ৪৯ হাজার ৫৫২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩ লক্ষ ১০ হাজার ৬০৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।
করোনা-টিকাকরণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রিটেনকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। ভারত ছাপিয়ে গিয়েছে ইজরায়েলকেও। প্রসঙ্গত, মার্চ-এপ্রিলের মধ্যে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধা মিলিয়ে প্রায় ৩ কোটিকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। পুণের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ কোভিডের প্রতিষেধক হিসাবে দেওয়া হচ্ছে ভারতে।
2021-02-04