কৃষক বিক্ষোভ রুখতে বদ্ধপরিকর কেন্দ্র। এবার কৃষক বিক্ষোভ ইস্যুতে কেন্দ্র নোটিশ ধরাল টুইটারকে। কৃষক বিক্ষোভ সংক্রান্ত হ্যাশট্যাগ সম্পর্কিত পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার আদেশ দিল কেন্দ্র। এব্যাপারে ফাইনাল নোটিশ দিয়ে টুইটারকে কেন্দ্র জানিয়েছে নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
যে টুইটার অ্যাকাউন্টগুলিকে তথ্যমন্ত্রকের অভিযোগে ব্লক করা হয়েছিল সোমবার সেই অ্যাকাউন্টগুলিকে আনব্লক করা হলে তথ্যপ্রযুক্তি মন্ত্রক টুইটারকে এই নোটিশ পাঠিয়েছে। পাঁচ পৃষ্ঠার এই নোটিশে যথেষ্ট কড়া মনোভাবের উল্লেখ রয়েছে। নোটিশে লেখা হয়েছে, #ModiPlanningFarmerGenocide এই হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পোস্ট পাব্লিশ করা হচ্ছে, যা ভুল এবং যার উদ্দেশ্যে ঘৃণা তৈরি করা। নোটিশে বলা হয়েছে, “এটা একটা সুপরিকল্পিত অভিযান যা কোনও ভিত্তি ছাড়াই সমাজে উত্তেজনা তৈরির জন্য করা হচ্ছে।”
নোটিশে বলা হয়েছে, গণহত্যা উত্সাহ দেওয়া বাকস্বাধীনতা নয়, এই কাজ আইন-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। প্রজাতন্ত্র দিবসে দিল্লির হিংসাত্মক আন্দোলনের কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে কৃষক আন্দোলন ইস্যুতে রিহানা ও থুনবার্গের মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রক তাঁদের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। দেশে সম্প্রতি চলা কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খোলেন এই দুই আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এরপরেই সরব হয় বিদেশমন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি ফোন যায় রিহানা ও থুনবার্গের কাছে।
এই ধরণের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। এক বিবৃতি প্রকাশ করে বিদেশমন্ত্রক জানিয়েছে এই মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে করা হয়েছে। এই প্রেক্ষিতে মন্তব্যকারীদের কাছে আবেদন করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রক জানিয়েছে গোটা ঘটনা বুঝে ও সব তথ্য হাতে নিয়ে তবেই যেন মন্তব্য করা হয়।