অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর থেকে মূলস্রোতে ফিরেছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ। পাশাপাশি মুক্তি দেওয়া হয়েছে ৪৩০ জনকে। গৃহবন্দীও নেই কেউ। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি। রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালের ১ আগস্ট থেকে মোট ৬১৩ জন বিচ্ছিন্নতাবাদী, ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং পাথর নিক্ষেপকারীদের আটক করা হয়েছিল। ৬১৩ জনের মধ্যে ৪৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। কাশ্মীরে এই মুহূর্তে আর কেউ গৃহবন্দী নেই।
রেড্ডি রাজ্যসভায় এদিন জানিয়েছেন, মূলস্রোতে ফিরেছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ। ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত সমস্ত অধিকার এবং দেশের অন্যান্য প্রান্তের নাগরিকরা যে কেন্দ্রীয় আইন ও সুবিধা ভোগ করেন জম্মু-কাশ্মীর এবং লাদাখেও তা উপলব্ধ। জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে এখন তৃণমূল স্তরের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। লিখিত জবাবে রেড্ডি জানান, ২০১৯ সালের ১ আগস্ট থেকে বিভিন্ন সময়ে মোট ৬১৩ জন বিচ্ছিন্নতাবাদী, ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং পাথর নিক্ষেপকারীদের আটক করা হয়েছিল। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করার পর ৪৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
2021-02-03