আজই শুরু হচ্ছে Aero India 2021, নজর বিশ্বখ্যাত যুদ্ধ বিমানগুলির ওপর

করোনা আবহের মধ্যেই বুধবার শুরু হচ্ছে Aero India 2021. ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির ওপর জোর দিয়ে শুরু হচ্ছে এবারের Aero India 2021 এর অনুষ্ঠান। অ্যারো ইন্ডিয়া ২০২১ প্রকৃতপক্ষে ১৩ তম সংস্করণ।

মঙ্গলবারই এই উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একটি ফুল ড্রেস রিহার্সাল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, “কোভিড মহামারি ও উত্তরে সীমান্ত সুরক্ষার চ্যালেঞ্জ এই দৈত্ত্ব চ্যালেঞ্জের মাঝে Aero India 2021 সংগঠিত করার সিদ্ধান্ত সহজ ছিল না।” পাশাপাশি তিনি জানান, “বন্ধন অনুষ্ঠানের সময় ২০০ টিরও বেশি মৌ চুক্তি হতে পারে।”

আধিকারিকরা জানিয়েছেন, বেঙ্গালুরুতে ইয়েলাহানকা এয়ারফোর্স স্টেশনে আগামী তিন দিনের এই অনুষ্ঠান প্রদর্শিত হবে। এটি ভারতের প্রথম হাইব্রিড শো। অর্থাৎ, আপনি শারীরিক এবং ভার্চুয়ালি দুই ভাবেই শোতে অংশ নিতে পারেন।

অনুষ্ঠানে প্রদর্শক হিসেবে উপস্থিত থাকতে চলেছেন মোট ৬০১সংস্থা । এরমধ্যে ৫২৩ টি ভারতীয় সংস্থা ও ৭৮ টি বিদেশি। বিশ্বের ১৪ টি দেশ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। রাফালের প্রস্তুতকারক সংস্থা দাসোও যেমন থাকছে তেমনই অংশ নিচ্ছে লকহেড মার্টিন, এয়ারবাস সহ অন্য সংস্থাও।

অ্যারো ইন্ডিয়া ২০২১ এ তিনটি বড় জিনিস থাকবে, যার দিকে চোখ রয়েছে বিশ্বের। এ নিয়ে অনেক কৌতূহল রয়েছে। প্রত্যেকেই এই তিনটি জিনিস দেখতে চাইবে। তাদের স্পর্শ করতে চাইবে।

প্রথমটি, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএল) এবার বিশাল আকারে বিমান ও হেলিকপ্টার প্রদর্শন করবে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব, লাইট কমব্যাট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টারও প্রদর্শিত হবে। HAL এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর কম্ব্যাট এয়ার টিমিং সিস্টেম সিমুলেটর।

আর একটি আকর্ষণ হ’ল আমেরিকা থেকে আসা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমারু বিমান বি -১ বি ল্যান্সার। এই বিমানটি শো চলাকালীন উড়বে। এই দূরপাল্লার বোম্বারটি যে কোনও ধরণের গাইডেড এবং প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। এই বিমানের নামে ৫০ টি বিশ্ব রেকর্ড রয়েছে।

তৃতীয় আকর্ষণ হ’ল আমেরিকান এয়ারফোর্স ব্যান্ড। এর নাম ইউএস এয়ার ফোর্স ব্যান্ড অফ প্যাসিফিক। আমেরিকান দূতাবাস এই অনুষ্ঠানটি সম্প্রচারের পরিকল্পনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.