বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একদিকে যেমন মোদী সরকার জানাচ্ছে, জনস্বার্থে এই বাজেট। অন্যদিকে বিরোধী দলগুলি বাজেটকে হতাশারূপে বর্ণনা করছে। বাজেট অনুযায়ী অ্যালকোহল, ডিজেল ও পেট্রোল ব্যয়বহুল হতে পারে। তবে এপ্রিল মাস থেকে সোনার ও রৌপ্য সস্তা হতে পারে।
তবে এসব ছাড়াও অনেকের মনে প্রশ্ন আসতে পারে দেশের বাজেটের জন্য এই টাকা সরকারের কাছে কোথা থেকে আসে, আর সেই টাকা কোথায়ই বা যায়। সহজ ভাষায় এখানে সেই আলোচনা তুলে ধরা হল। যদি ২০২১-২২ এর বাজেটের মোট পরিমাণকে ১ টাকা ধরে এগোই, তবে আপনার পক্ষে বোঝা সহজ হবে।
টাকা কোথা থেকে আসে
ধরে নেওয়া যাক সরকারের কাছে ১ টাকা এসেছে। এখন আমাদের দেশের বাজেটের জন্য সরকারকে বিভিন্ন ভাগে সেই টাকা ভাগ করে দিতে হবে। ধরে নেওয়া যাক লোন ও ধার থেকে ৩৬ পয়সা মিলেছে, কর্পোরেশন ট্যাক্স থেকে ১৩ পয়সা এবং আয়কর থেকে ১৪ পয়সা মেলে। কাস্টম সে মেলে ৩ শিল্প, সেন্ট্রাল এক্সাইজ থেকে ৮ পয়সা, জিএসটি থেকে ১৫ পয়সা পাওয়া যায়, কর বহির্ভূত আয় অর্থাৎ অন্যান্য রাজস্ব পরিষেবা থেকে মেলে ৬ পয়সা ও আরও নানান জায়গা থেকে আসে ৫ পয়সা। তবে এই টাকার মোট হয় ১ টাকা।
টাকা কোথায় যায়
এখন বুঝুন সরকার এই এক টাকা কোথায় ব্যয় করেছে। কেন্দ্রীয় যোজনায় ৯ পয়সা, কেন্দ্রীয় সেক্টরের স্কিমগুলিতে ১৩ পয়সা, সুদের পেমেন্টে ২০ পয়সা এবং প্রতিরক্ষার জন্য ৮ পয়সা বরাদ্দ করা গেল। দেশের আর্থিক সহায়তার জন্য ৯ পয়সা ভর্তুকি, পেনশনের জন্য ৫ পয়সা, অর্থ কমিশন এবং অন্যান্য খরচে ১০ পয়সা, শুল্কে রাজ্যের ভাগের ক্ষেত্রে ১৬ পয়সা এবং অন্য খরচের জন্য ১০ পয়সা বরাদ্দ করে।
অর্থাৎ আসল ব্যাপারটা হল এটা একটা সংসার চালানোর মতোই ব্যাপার। যেমন কোনও পরিবারে তার কর্তা মাসের প্রথমে ঠিক করে নেন, তিনি কোথায় কত টাকা খরচ করবেন, বাজেট ব্যাপারটাও বৃহত্তর আকারে সেটাই।