আপাতত ইন্টারনেট বন্ধই থাকছে দিল্লির তিনটি সীমায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারি রাত এগারোটা পর্যন্ত দিল্লি তিনটি সীমা-সিংঘু, গাজীপুর এবং টিকরি সীমায় বন্ধ থাকবে ইন্টারনেট। গত সপ্তাহেই দিল্লি সংলগ্ন ওই তিন সীমানার ইন্টারনেট সাময়িক ভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত এগারোটা অবধি বন্ধ ছিল ইন্টারনেট।
সোমবার নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ২ ফেব্রুয়ারি রাত এগারোটা পর্যন্ত দিল্লি তিনটি সীমা-সিংঘু, গাজীপুর এবং টিকরি সীমায় বন্ধ থাকবে ইন্টারনেট। অর্থাৎ ২ ফেব্রুয়ারি রাত এগারোটা অবধি দিল্লি লাগোয়া তিন সীমায় বন্ধ থাকবে ইন্টারনেট। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিগত প্রায় দু’মাসের বেশি সময় ধরে এই তিনটি সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
2021-02-01