রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কমছে গরমের ছুটির দিন। বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল গরমের ছুটি। সূত্রের খবর অনুযায়ী ৮ জুন শেষ হতে চলেছে গরমের ছুটি। বিষয়টি নিয়ে মঙ্গলবারই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সরকার।
৩০ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে সরকার। ২ মে সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা হয় তুমুল ভাবে। এরই মধ্যে শিক্ষার মানোন্নয়নে সোশ্যাল মিডিয়ায় উপদেশ শোনার কথা জানান শিক্ষামন্ত্রী। ঘূর্ণিঝড় ফণীকে সামনে রেখে রাজ্যের সরকারি স্কুল কিংবা সরকার পোষিত স্কুলগুলির জন্য ৩ মে থেকেই ছুটি ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। ২ মে স্কুলগুলির জন্য এই নির্দেশিকা জানি করেছিলেন স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। সূত্রের খবর অনুযায়ী এবছর রাজ্যের সরকারি স্কুল কিংবা সরকার পোষিত স্কুলগুলির জন্য প্রাথমিকভাবে গরমের ছুটি ছিল ২০ জুন পর্যন্ত। কিন্তু পড়ুয়াদের স্বাস্থের কথা মাথায় রেখে তা ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল । বেসরকারি স্কুলগুলির কাছেই ছুটি বাড়াতে আবেদন করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ছুটি কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।