মুকুল রায়ের মতে তৃণমূলের মৃত্যুঘন্টা বেজে গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির বিজেপির সদর দফতরে হাজির ছিলেন মুকুল। রাজ্যের একঝাক নেতা, কাউন্সিলর, পৌরপ্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়ক (অধিকাংশই তৃণমূলের) এদিন বিকেলে নাম লেখালেন গেরুয়া শিবিরে। সেই অনুষ্ঠানের আগে মুকুল রায় বলেন, ‘নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন। স্বাভাবিকভাবেই গোটা দেশের বিজেপি সমর্থকেরা উত্তেজিত।’ কিন্তু এরপরই চাণক্য নেতার বিস্ফোরক উক্তি, ‘তবে আজকের দিনটা আমাদের রাজ্যের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেল!’
মুকুলের মন্তব্য, ‘আমি আগেই বলেছিলাম যে তৃণমূল জাতটা বাংলা থেকে অবলুপ্ত হয়ে যাবে। সেটা শুরু হয়ে গেল। যার প্রমাণ স্বরূপ আজ রাজ্যের ৪০-৫০ জন কাউন্সিলর, যারা এতদিন তৃণমূল করতেন তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। এইসঙ্গে ৩ বিধায়ক যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে।’
প্রসঙ্গত, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের বড় ছোট বহু নেতা গেরুয়া শিবিরে আসতে শুরু করে। লোকসভা ভোটে অভূতপূর্ব সাফল্যের পর সেই ট্রেন্ড-এ ঝড় এসেছে। আজকের পর কাঁচড়াপাড়া, নৈহাটি, হালিশহর, বীজপুরের মতো চার তিনটি পৌরসভায় ক্ষমতা হারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্বাভাবিকভাবেই চওড়া হাসি গেরুয়া শিবিরের মুখে।