দক্ষিণ জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনার (Indian Army) এনকাউন্টারে (Encounter) খতম দুই হিজবুল জঙ্গি। পাওয়া তথ্য অনুযায়ী, গোপন সুত্রে খবর পেয়ে সেনা জঙ্গি সাফাই অভিযানে নেমে পড়ে। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা এখনো জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
জঙ্গিদের সাথে সেনার এখনো গুলির লড়াই চলছে, জঙ্গিদের গুলির জবাবে সেনাও মোক্ষম জবাব দিচ্ছে। জঙ্গি বিরোধী এই অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ ছাড়াও ১৯ রাষ্ট্রীয় রাইফেল আর সিআরপিএফ এর জওয়ান যুক্ত আছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে এখনো তল্লাশি চালানো হচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি, এর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার করিমাবাদ গ্রামে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তবে ওই গ্রাম ঘেরাবন্দি করে তল্লাশি অভিযান চালানোর পরেও কোন জঙ্গির হদিশ পাওয়া যায়নি। স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, তল্লাশি চালানোর সমায় এলাকাবাসীর রোষের মুখে পড়তে হয় সেনাকে। পাথরবাজেরা সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এরপরেই সেনা অভিযান বন্ধ করে দেয়।
আরেকদিকে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গির গুলিতে আহত ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। পুলিশের এক আধিকারিক মঙ্গলবার এই তথ্য দেন। আধিকারিক জানান, জঙ্গিরা উত্তর কাশ্মীর জেলার বাবাগুন্দ এলাকার বাসিন্দা আবদুল মাজিদ শাহ এর উপর গুলি চালায়। তিনি বলেন, আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনার মৃত্যু হয়।