ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে দেশ। আর সেই পথে দেশ আরও একধাপ অগ্রসর হল সোমবার। ভারতের সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ সিট এবার বুক করার অনুমতি মিলল। নতুন নির্দেশিকায় কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে।
করানো মহামারীর সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ভিড় এড়াতে মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলিকে মাত্র ৫০ শতাংশ সিট বুকিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন ভ্যাকসিন পেতে শুরু করেছে দেশ। দেশব্যাপী টিকাদান অভিযান শুরু হয়েছে। কোভিশিল্ড এবং কোভাক্সিন দুটি ভ্যাকসিন পাচ্ছে মানুষ। ইতিমধ্যেই ৩৭ লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মীকে টিকাদান করা হয়েছে। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভাইরাসের অত্যন্ত সংক্রামক স্ট্রেনগুলি এখনও পর্যন্ত ভারতে তেমন প্রভাব ফেলেনি। যুক্তরাজ্যের স্ট্রেনের মাত্র ১৬৬টি সংক্রমণের খবর সামনে এসেছে। তাই এবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে দেশ।
কেন্দ্রের পদক্ষেপটি অনেকেই স্বাগত জানিয়েছে। মহামারীর কারণে গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকা সিনেমা হলগুলি এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। চলচ্চিত্র সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ইনস্টাগ্রামে এই খবরটি জনিয়ে লিখেছেন: “১০০% সিনেমা হল / থিয়েটার / মাল্টিপ্লেক্সে আসন ভর্তির অনুমতি পাওয়া গিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ জারি করেছে।” বিশিষ্ট চলচ্চিত্র সংস্থার প্রযোজক গিল্ডও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই অনুমতির পাশাপাশি যে নির্দেশগুলি দিয়েছে তা হল-
থিয়েটারগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক।
প্রতি ক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং হবে।
শোয়ের সময়ের মধ্যে অন্তর থাকবে এবং আসনগুলি আলাদা করা হবে।
সামাজিক দূরত্ব বাধ্যতামূলক। এছাড়া কর্তৃপক্ষকে সিনেমা হলে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
থুতু ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।
টিকিট বুকিংয়ের সময় যোগাযোগের জন্য কনট্যাক্ট নম্বর নিতে হবে।
লিফটে লোকের সংখ্যা সীমাবদ্ধ থাকবে। ভিড় ঠেকাতে থিয়েটার থেকে এক্সিট প্রশস্ত করতে হবে।
ডিজিটাল পেমেন্ট হলে ভালো।
থিয়েটারটি প্রতিটি স্ক্রিনিংয়ের পরে স্যানিটাইজ করতে হবে। কমন এরিয়ায় ঘন ঘন স্যানিটাইজেশন নিশ্চিত করা দরকার।
স্যানিটেশনেশন কর্মীরা তাদের সুরক্ষার জন্য পিপিই কিট পরবেন।
থিয়েটারের খাদ্য ও পানীয়ের বর্জ্যের নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
কন্টেন্টমেন্ট জোনগুলিতে কোনও সিনেমা দেখানো যাবে না।
প্রসঙ্গত, কিছু দিন আগে কেন্দ্র যে নির্দেশিকা প্রকাশ করেছিল সেখানে সিনেমা হলগুলিকে আরও বেশি আসন ভর্তি করার অনুমতি দেওয়া হয়েছিল। তখন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “সিনেমা হল এবং থিয়েটারগুলি ইতিমধ্যে ৫০% আসন ভর্তি করার অনুমতি পেয়েছে। এখন তাদের আরও বাড়ানোর অনুমতি দেওয়া হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি সংশোধিত এসওপি জারি করা হবে।”