দাদার অনুগামীদের জন্য সুখবর। আজ, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কে সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাঞ্জিওপ্লাস্টির পাঁচদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে।
শনিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দিতে চেয়েছিলেন। তবে পরিবারের সঙ্গে আলোচনার পর রবিবার ছুটি নেওয়ার সিদ্ধান্ত হয়। সৌরভের শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। দুটি স্টেইন বসানোর পর এখন সম্পূর্ণ সুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট। শনিবারও সবরকম পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। রবিবার সকালে একদফায় সৌরভকে পরীক্ষা করা হয়। তারপরই হাসপাতাল থেকে ছাড়া হয় দাদাকে।
প্রাক্তন ভারত অধিনায়কের চিকিৎসার পর ডাক্তার আফতাব খান জানিয়েছেন, “সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। একজন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে পারবেন। কোনওরকম চিন্তার কারণ নেই।” পরিবার সূত্রে খবর, আগামী কয়েকদিন ডাক্তাররা সৌরভকে বাড়িতেই নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন। নিয়ম মেনে খাবার চার্ট তৈরি। তবে বছরখানেক খেতে হবে ওষুধ। সঙ্গে কোনওরকম শারীরিক অস্বস্তি এড়িয়ে না যাওয়া এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ডাক্তাররা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি কাজে যোগদান করতে পারবেন।
জানা গিয়েছে, হাসপাতালে বসেই বোর্ডের বেশ কিছু কাজ করেছেন সৌরভ। রঞ্জি ট্রফি স্থগিত রাখা থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হওয়া জয় শাহকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখেছেন সৌরভ।
উল্লেখ্য, ২ জানুয়ারি বছরের শুরুতেই জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ। সেই সময় হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানোর পর দেখা যায় সৌরভের হৃদযন্ত্রে বড় সমস্যা রয়েছে। তিনটি ব্লকের ধরা পড়ে। সেই সময়ই একটি স্টেইন বসানো হয়। ৭ জানুয়ারি বাড়ি ফেরেন তিনি।
এরপর ফের অসুস্থ বোধ করায় ২৭ জানুয়ারি অ্যাপোলোয় ভর্তি হন। বৃহস্পতিবার, তাঁর শরীরে আরও দুটি স্টেন্ট বসানো হয়। এর জন্য কলকাতায় আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং মুম্বইয়ের যশলোক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক অশ্বিন মেহতা। তাঁদের তত্ত্বাবধানেই বসানো হয় স্টেন্ট।এরপর শুক্রবারই সৌরভকে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়।
সৌরভের অন্যতম চিকিৎসক ডাক্তার সপ্তর্ষি বসু জানিয়েছেন, “গত কয়েক বছর ধরে সৌরভ পরিমিত খাওয়া দাওয়া করেন। প্রতিদিন নিয়ম করে জিম করেন। ওঁর এরকম হওয়াটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। যদিও এখন চিন্তার কোনও কারণ নেই। আগামী কয়েক দিন বিশ্রামের পরেই উনি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।”