অবশেষে রাজ্যে হচ্ছে টেট পরীক্ষা। দীর্ঘ পাঁচ বছর পর রবিবার অর্থাৎ আজ রাজ্যে টেট পরীক্ষা। দুপুর ১ টা থেকে এই টেট পরীক্ষা শুরু হচ্ছে। আড়াই ঘন্টার এই পরীক্ষা চলবে বিকেল ৩ টে ৩০ অবধি। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে।
করোনা চলাকালীন সময়ে এই পরীক্ষা হওয়ায় প্রতিটি কেন্দ্রে মানা হচ্ছে কোভিড প্রোটোকল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছেন হেলথ ওয়ার্কারেরা। স্যানিটাইজ করা হয়েছে প্রতিটি কেন্দ্র। রাজ্যজুড়ে আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। কোভিড সময়ে তাঁদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা একটা বড় চ্যালেঞ্জ।
করোনাকালে টেট-এর মতো এই বিরাট কর্মযজ্ঞ পরিচালনা করা এবার রাজ্য সরকারের কাছেও মস্ত চ্যালেঞ্জ। সেই কারণে আগে থেকেই এব্যাপারে তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। ধরে-ধরে সংশ্লিষ্ট বিভাগগুলির আধিকারিকদের সচেষ্ট থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি নিজেও এব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন। টেট দিতে গিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেব্যাপারে বাড়তি তৎপরতা নিয়েছে রাজ্য সরকার।
গত ২৩ শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানায় ২০১৭ সালের প্রাথমিক টেট অনুষ্ঠিত হবে আগামী ৩১ শে জানুয়ারি । কিছু পরীক্ষার্থী আদালতে মামলা করে জানিয়েছেন যে ২০১৭ সালের পর তারা উপযুক্ত প্রশিক্ষণ নিয়েছেন অতএব তাদেরও পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক । কারণ এর ওপর তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে।
পরীক্ষার্থীদের এই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র মামলাকারী পরীক্ষার্থীরা অফলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন । সেই নির্দেশের পর শুক্রবার সকালেও বেশকিছু পরীক্ষার্থী মামলা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে আদালত।