বছরের প্রথম মন কি বাত, বাজেটের আগে মোদীর বক্তব্যে নজর দেশের

বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট পেশের ঠিক একদিন আগে কী দিশা দেখান প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে দেশ। এটি তাঁর ৭৩ তম মন কি বাত অনুষ্ঠান।

শনিবার এক ট্যুইট বার্তায় মোদী জানান, অল ইন্ডিয়া রেডিওতে এই অনুষ্ঠান হিন্দিতে সম্প্রচার করার পরেই আকাশবাণী প্রতিটি আলাদা আলাদা স্থানীয় ভাষায় সেটির অনুবাদ করে সম্প্রচার করবে। হিন্দি সম্প্রচার শোনা যাবে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে।

মন কি বাতের শেষ এপিসোড ছিল ২০২০ সালের শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোদী বলেন পিছনে ফেলে আসা ২০২০ সালকে কীভাবে দেখছেন, কেমন কাটলো এই বছর। আবার ২০২১ সালের জন্য বিশেষ কী চাইছেন, সেই সব জানান তাঁকে। নিজের বার্তা রেকর্ড করুন ১৮০০-১১-৭৮০০ নম্বরে, নয়তো বক্তব্য পাঠান MyGov, নমো অ্যাপে।

২০২০ সালকে কাবু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। সেই আতঙ্ক কাটিয়ে উঠে ২০২১ সাল কীভাবে কাটাবেন, তার দিকনির্দেশিকা দিতে পারেন মোদী। করোনার মোকাবিলা করতে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে এবং কতটা সাফল্যের সাথে কাজ করেছে, তার বার্তা দিতে পারেন মোদী।

এদিকে, সোমবার কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে পেশ হতে চলা বাজেটের আগের দিন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য রাখতে পারেন মোদী। গত অনুষ্ঠানে যেভাবে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল ও আত্মনির্ভর ভারত নিয়ে সরব হয়েছিলেন, এবারও তার ছোঁয়া থাকতে পারে।

সোমবার তৃতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা সংকটের পরে এই প্রথম তিনি বাজেট পেশ করতে চলেছেন। সে ক্ষেত্রে এটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। বাজেটের ক্ষেত্রে এই বছরটা আবার অন্য আরও একটি দিয়ে তাৎপর্যপূর্ণ।

কারণ, আর কয়েকদিন পরেই রয়েছে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন। এগুলির মধ্যে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির দখলে রয়েছে অসম। অন্যদিকে রীতিমতো সিরিয়াস এই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের ভোটের ব্যাপারে। এবারের মন কি বাত অনুষ্ঠানে নজর থাকবে সেদিকেও।

তবে প্রজাতন্ত্র দিবসে যেভাবে দিল্লি উত্তাল হয়ে উঠল ও কৃষক বিক্ষোভ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে বিশেষ কিছু বার্তা মোদী দেবেন কীনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশ। এখনও পর্যন্ত কৃষক বিক্ষোভ নিয়ে সরাসরি সেভাবে মুখ খোলেননি প্রধানমন্ত্রী। তবে সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্র সরকারের বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.