মনে পড়ে পঞ্চায়েত ভোটের কথা? সকাল থেকে মিডিয়ার নিউজরুম উদ্বেল। এই খবর আসছে বীরভূমের ইলামবাজারে বোমাবর্ষণ তো তার পরের মিনিটেই খবর আসছে দিনহাটায় গুলিবৃষ্টি। তার কিছুক্ষণ পরেই খবর এল কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে!
বাংলার মানুষের স্মৃতিতে যখন ভোট নিয়ে এই দগ্ধ স্মৃতি টাটকা তখন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীদের অমিত শাহ জানিয়ে দিলেন, বাংলায় ভোট হবে শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত। আপনারা চিন্তা করবেন না। একদম টেনশন নেবেন না।
দিল্লি বিস্ফোরণের কারণে অমিত শাহ বাংলায় আসেননি। কিন্তু যাঁদের যোগ দেওয়ার কথা ছিল তাঁদের যেন মনোবল না ভাঙে তার জন্য তৎপর ছিল বিজেপি। শনিবার বিকেলেই দিল্লি থেকেই চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দেন শাহ। তাতে করে দিল্লি উড়ে যান রাজীব, বৈশালী, রথীন চক্রবর্তীরা।
সূত্রের খবর, এদিন রাজীবকে অমিত শাহ বলেছেন, বাংলায় সন্ত্রাসমুক্ত ভোট হবে। দুশ্চিন্তার কারণ নেই। বৈশালী, প্রবীরদের ডেকে বলেছেন, আপনারা একদম টেনশন করবেন না।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলা সফর করে গিয়েছেন। সমস্ত বিরোধী দল অভিযোগ করেছে, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিস্থিতি নেই। কারণ এখানে প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে প্রশাসনিক কর্তাদের।
অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষদের বক্তব্য, এই সরকারটাই দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসনের উপর। সেটা সরে গেলেই তৃণমূল সরকার পড়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষ মুখিয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য।
ভোটের আগে অমিত শাহ যেন বার্তা দিতে চাইলেন, তোমরা ময়দানে লড়ে যাও, ভোট কী ভাবে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ করাতে হয় সেটা আমার দায়িত্ব। চলো লেটস গো!