প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলের নামে যা হয়েছিল, তাতে হতাশ সমগ্র দেশবাসী। হতাশা ব্যক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, “জাতীয় পতাকা ও প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র দিনের অবমাননা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” শুক্রবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। এদিন সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা রাখেন রাষ্ট্রপতি। করোনা-পরিস্থিতি থেকে গালওয়ান উপত্যকা, কৃষক স্বার্থে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বক্তৃতা রাখেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এদিন বলেন, “করোনা মহামারীর মধ্যে সংসদের যৌথ অধিবেশন অত্যন্ত জরুরি। নতুন বছর এবং নতুন দশকেরও শুরু এবং স্বাধীনতার ৭৫ তম বছরে প্রবেশ করছি আমরা। সমস্ত সাংসদরা এখানে এই বার্তা ও বিশ্বাস নিয়ে উপস্থিত রয়েছেন যে, চ্যালেঞ্জ যত কঠিনই হোক না-কেন ভারতকে কেউ রুখতে পারবে না। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা বহু নাগরিককে হারিয়েছি। করোনাকালেই প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কোভিদের জন্য অকালেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৬ জন সাংসদ। তাঁদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ্য।”
রাষ্ট্রপতি এদিন আরও বলেন, “সঠিক সময়ে ভারত সরকারের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট, এর ফলে লক্ষ লক্ষ নাগরিকের প্রাণ বেঁচেছে। বর্তমানে নতুন করে করোনা-আক্রান্তের সংখ্যা দ্রুততার সঙ্গে কমছে। সুস্থতার সংখ্যা অনেক বেশি। সমগ্র বিশ্বের মধ্যে বৃহত্তম টিকা কর্মসূচি শুরু করেছে ভারত, এটা অত্যন্ত গর্বের বিষয়। দু’টি ভ্যাকসিনই স্বদেশী। এই সঙ্কটের মধ্যেও মানবজাতির স্বার্থে হাত বাড়িয়েছে ভারত এবং বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠিয়েছে।” রাষ্ট্রপতি বলেন, “দেশের ২৪,০০০ হাসপাতালের যে কোনওটিতে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যেতে পারে, প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার অধীনে ৭০০০ কেন্দ্রে অত্যন কম মূল্যে ওষুধ পাচ্ছেন দরিদ্ররা।” প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কথায়, “জাতীয় পতাকা এবং প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র দিনে অবমাননা করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধান আমাদের যেমন মত প্রকাশের স্বাধীনতা দেয় তেমনই সংবিধান আমাদের শিক্ষা দেয় আইন ও বিধি কঠোরভাবে মেনে চলতে হবে।” রাষ্ট্রপতি জানান, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী-কিসান সম্মান নিধি যোজনার অধীনে সরাসরি কৃষকদের একাউন্টে ১,১৩,০০০ কোটি টাকা পাঠানো হয়েছে। কৃষি ক্ষেত্রে নতুন সংস্কারের মাধ্যমে কৃষকদের সুবিধা ও অধিকার প্রদান করেছে সরকার।” গালওয়ান উপত্যকায় সেনা জওয়ানদের আত্মত্যাগ সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, “২০২০ সালের জুন মাসের গালওয়ান উপত্যকায় আত্মবলিদান দিয়েছেন ২০ জন জওয়ান। শহিদদের প্রতি কৃতজ্ঞ প্রতিটি দেশবাসী। দেশ সুরক্ষা ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের সার্বভৌমত্ব রক্ষা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।”
2021-01-29