আজ পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১

কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার সংসদে পেশ করবেন অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১। আর আজ থেকেই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সাধারণত অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হত সাধারণ বাজেটের আগের দিন। কিন্তু এবারে বাজেট পেশের দিন সোমবার হওয়ায় এবং তার আগের দিন সপ্তাহান্ত হয়ে যাওয়ায় শুক্রবারে এই অর্থনৈতিক সমীক্ষা সংসদে রাখা হচ্ছে। ফলে এবারে যেন একটু বেশি আগে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পর এদিন দুপুর আড়াইটে নাগাদ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রামানিয়াম সাংবাদিক সম্মেলন করবেন।

সাধারণ বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয় কারণ এর মাধ্যমে চলতি আর্থিক বছরের পর্যালোচনা থাকে এবং আগামী বছর কোন পথে চলতে হবে তার একটা পূর্বাভাস দেওয়া হয়। এই বছর এক্ষেত্রে প্রধান তাৎপর্য হল করোণা মহামারী। এছাড়া এতে তুলে ধরা হয় ২০২১-২২ সালে ভারতের জিডিপি কেমন হবে।এই বছরে বাজেট অধিবেশন পেপারলেস করা হচ্ছে। সংসদে পেশ শেষ হওয়ার পর অর্থনৈতিক সমীক্ষা সহ সমস্ত নথি পাওয়া যাবে অনলাইনে।লোকসভার সচিবালয় থেকে এমনটাই জানানো হয়েছে ।

অর্থনৈতিক সমীক্ষা পেশ করার প্রথা চালু হয়েছে ১৯৫০-৫১ সাল থেকে। ১৯৬৪ সাল পর্যন্ত বাজেটের সঙ্গেই এটি পেশ করা হত। কিন্তু ১৯৬৪ সাল থেকে বাজেটের আগের দিন অর্থনৈতিক সমীক্ষা পেশ করা চালু হয়।

অর্থনৈতিক সমীক্ষা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা শুধু প্রতিবছর জিডিপি কত হবে তা তুলে ধরে না, এর সঙ্গে থাকে আরও অনেক তথ্য। ২০১৮ সাল থেকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রামানিয়াম নজর কাড়েন তার উদ্ভাবনীর জন্য। ২০১৯ সালে অর্থনৈতিক সমীক্ষা ছাপা হয়েছিল পিংকে যার মাধ্যমে বার্তা ছিল মহিলাদের ক্ষমতায়ন এবং সমলিঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.