২৯ জানুয়ারি শুক্রবার অর্থাৎ আজ সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এই অধিবেশন শুরুতেই থাকছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের ভাষণ। যদিও সেই ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ১৬টি বিরোধীদল।
অন্যদিকে ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এবারের বাজেটের বিশেষত্ব হল এই প্রথম বাজেট কাগজে ছাপা হবে না৷ বাধীনতার পর থেকে ভারতের ইতিহাসে এমনটা প্রথমবার ঘটতে চলেছে। ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’ উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এর ফলে অবশ্য সহজেই বাজেটের নথি পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতে৷
অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পাশাপাশি অ্যাপটি ইউনিয়ন বাজেটের ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in থেকেও ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মধ্যে রয়েছে ডাউনলোড, মুদ্রণ, সার্চ, জুম ইন এবং আউট, বাইডাইরেকশন স্ক্রোলিং এবং এক্সটার্নাল লিঙ্ক৷ তদুপরী অ্যানড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষাতেই এটি পাওয়া যাবে৷ বাজেট সংক্রান্ত মোট ১৪টি নথি এই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে৷
বাজেটের আগে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্য়াসোসিয়েশন (আইসিইএ) দাবি তুলেছে মোবাইলের উপর পণ্য পরিষেবা করের (জিএসটি) হার কমানোর। এর আগে গত মার্চে ৫০ শতাংশ জিএসটি বাড়ানো হয়েছিল সেটাকে এই শিল্পের প্রতি নিষ্ঠুর আঘাত বলে অ্যাখ্যা দেওয়া হয়েছিল। এভাবে করের হার বাড়ানোটাকে পণ্য পরিষেবা পর্ষদের কাছে ত্রুটি পূর্ণ বলে জানিয়েছিল এই সংগঠন।
এবার করোনা আবহে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ করোনা পরিস্থিতিতে সাংসদদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার৷ আর তাই প্রত্যেক সাংসদকে আরটি-পিসিআর টেস্ট করানোর কথা বলা হয়েছে৷ কোভিড গাইডলাইন মেনেই সাংসদদের বসার বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানান লোকসভার স্পিকার ওম বিড়লা৷
তিনি বলেন, ‘‘সম্মানীয় সকল সাংসদকে আরটি-পিসিআর টেস্ট করানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে৷ তাঁদের বাড়ির কাছেই এই টেস্টের ব্যবস্থা করা হয়েছে৷ যাতে তাঁরা নিরাপদে টেস্ট করাতে পারেন এবং সুষ্ঠ ভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেন৷’’