সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ভারত, বিগত বছরেই তা দেখিয়ে দিয়েছে। তা সে করোনাভাইরাস হোক অথবা দেশের সীমান্ত। বৃহস্পতিবার দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে আয়োজিত ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর র্যালিতে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বদেশী ভ্যাকসিনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সমস্ত ক্ষেত্রে নিজেদের সক্ষমতা দেখিয়েছে ভারত। ভারত যদি ভ্যাকসিনের ক্ষেত্রে আত্মনির্ভর হয়, একইভাবে দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যেও সমানভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, গত বছরের ১৫ আগস্ট ঘোষণা করা হয়েছিল উপকূলবর্তী এবং সীমান্ত এলাকায়, দেশের ১৭৫টি জেলায় নতুন দায়িত্ব দেওয়া হবে এনসিসি-কে। এ জন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা ১ লক্ষ এনসিসি ক্যাডেটকে প্রশিক্ষণ দিচ্ছে। তাঁদের এক-তৃতীয়াংশ আমাদের মহিলা ক্যাডেট। আমাদের সীমান্তে (ভূমি ও সমুদ্র) এনসিসি অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে।
2021-01-28