চোদ্দর লোকসভার আগে বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম বিষয় ছিল অযোধ্যায় রামমন্দির নির্মাণ। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও এখনও সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। এই পাঁচ বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অবশ্য বারবার দাবি করে এসেছে, রামমন্দির নির্মাণ হবেই। উনিশের লোকসভায় ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে বিজেপি। আর তারপরেই ফের রামমন্দির নির্মাণের দাবি করলেন সরসংঘ প্রধান মোহন ভাগবত।
সোমবার একটি অনুষ্ঠানে এসে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “রামমন্দিরের কাজ করতেই হবে, এবং আমরা সেটা করবোও।” তিনি আরও বলেন, “যদি আমাদের রামমন্দিরের কাজ করতে হয়, তাহলে সেটা আমাদেরকেই করতে হবে। আমরা যদি এই দায়িত্ব কারও হাতে ছেড়ে দি, তাহলে তিনি সেটা করছেন কিনা, সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু রামমন্দির হবেই।”
এই অনুষ্ঠান থেকে ভাগবত আরও বলেন, “আমরা এতদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করে আছি, সেই কাজ করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে। সেই লক্ষ্য পুরণ করার জন্য আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলিকে আরও উন্নত করে তুলতে হবে।” অবশ্য দেশে শান্তি বজায় রাখার কথাও বলেছেন সংঘপ্রধান। তিনি জানিয়েছেন, “ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যদি ক্রমাগত দেশের উন্নতি করতে হয়, তাহলে দেশের মানুষকে সবসময় শান্তিপ্রিয় থাকতে হবে। মানুষকে সচেতন ও শক্ত হয়ে নিজেদের কাজে মন দিতে হবে। তবেই দেশের উন্নতি সম্ভব।”
চোদ্দর লোকসভায় বিজেপি ক্ষমতায় আসার পর আরএসএস-এর তরফে বারবার সরকারের উপর রামমন্দির নির্মাণের জন্য চাপ দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার চেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই বিষয় নিয়ে এগোতে। বর্তমানে এই মামলা দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। বারবার শুনানির তারিখ দেওয়ার পরেও শুনানি হয়নি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশের মতে, কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ বার এই মামলার শুনানি হবে। আর তাই আগে থেকে রামমন্দির নির্মাণের ব্যাপারে কথা বলে কেন্দ্রের উপর চাপ বজায় রাখলেন ভাগবত।