দিল্লি পুলিশের দক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে দাপিয়ে বেরিয়েছে কৃষকদের ট্র্যাক্টর। দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৩০০-রও বেশি পুলিশ কর্মী। নজিরবিহীন হিংসার সাক্ষী থেকেছে রাজধানী। তাই দিল্লিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বুধবার ভোর থেকেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় লালকেল্লায়। মঙ্গলবারই পুলিশের নজর এড়িয়ে লালকেল্লায় ঢুকে গম্বুজের মাথায় কৃষক আন্দোলনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। এদিন লালকেল্লা মেট্রো স্টেশনের প্রবেশ ও বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার লালকেল্লা মেট্রো স্টেশনের প্রবেশ ও বাইরে বেরোনোর পথ বন্ধ রাখা হয়েছে। জামা মসজিদ মেট্রো স্টেশনে প্রবেশের গেটও বন্ধ রাখা হয়েছে।
এদিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে সিংঘু ও টিকরি সীমায়, কৃষি আইনের বিরুদ্ধে এখানেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিল্লিতে মঙ্গলবারের হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার (২৬ জানুয়ারি) কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সময় হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। আন্দোলনরত কৃষকদের হামলায় ৩০০-রও বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন।
2021-01-27