বিদ্রোহী কৃষক-পুলিশ সংঘর্ষে ধুন্ধুমার দিল্লি৷ ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে ওড়ানো হল কৃষক আন্দোলনের পতাকা৷ বিক্ষুব্ধ কৃষকদের থামাতে চলল কাঁদানে গ্যাস, জল কামান পুলশের লাঠি৷ বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট৷
পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই উচ্চ-পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব এই বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে৷ অমিত শাহকে এদিনের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে৷
নিরাপত্তা নিয়ে আজ বড় সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷ রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হতেই আধা-সামরিক বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে৷ যাতে প্রয়োজন পড়লেই তারা পরিস্থিতি সামল দিতে পারে৷
দিল্লির বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ আজ মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে সিঙ্ঘু, গাজিপুর ও টিকরি সীমান্ত, মুবারক চৌক ও নাঙ্গলাই সীমান্তে৷ জানা গিয়েছে, লাল কেল্লায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে লালকেল্লার দরজা৷ কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে আজ প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর ব়্যালি করার কথা ঘোষণা করেছিল কৃষক নেতারা৷
সেই মতো সকাল থেকে শান্তিপূর্ণভাবেই শুরু হয় তাঁদের মিছিল৷ কিন্তু রাজধানীর রাজপথে কুচকাওয়াজ শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে শুরু করে৷ পুলিশ নির্দিষ্ট রুটে তাঁদের মিছিল করার অনুমতি দিয়েছিল৷
ঠিক হয়েছিল দিল্লি সীমান্তেই চলবে তাঁদের ট্র্যাক্টর ব়্যালি৷ কিন্তু বাস্তবে তা হয়নি। সীমান্ত পেরিয়ে দিল্লির বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ে বিদ্রোহী কৃষকরা।
দুর্বার গতিতে তা দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে৷ তাঁদের পথ আটকাতে দিল্লির নয়ডা মোড়, আইটিও মোড়, এসবিটি এলাকায় খণ্ডযুদ্ধ বাধে দুই পক্ষের৷ কিন্তু কোনও ভাবেই তাঁদের থামনানো যায়নি৷ সোজা পৌঁছে যায় লালকেল্লায়৷ যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংযুক্ত কিষাণ মোর্চা৷
তাঁদের দাবি, কৃষকদের দলে কিছু দুষ্কৃতী ঢুকে গিয়ে এই তাণ্ডব চালিয়েছে৷ তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে গোটা আন্দোলনকে কলুষিত করা হয়েছে৷