রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচীব হলেন আলাপান বন্দ্যোপাধ্যায়। এই পদে অত্রি ভট্টাচার্যকে আর ফেরানো হল না৷ তার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন আলাপন৷
প্রসঙ্গত, শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের অতিরিক্ত দায়িত্ব বর্তায়৷ ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজার তৎপরতা শুরু হয় গিয়েছিল৷ দু’এক জনের নাম শোনা গেলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই এই দায়িত্বে দেওয়া হল৷
এতদিন তিনি শিল্প সচিব ছিলেন৷ তার আগে পরিবহন দফতরের সচিব ছিলেন কিছুটা সময়। এদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হচ্ছে সৌরভ দাসকে৷