গত ২৩ এ জানুয়ারি ২০২১ আমরা সবাই সাক্ষী ছিলাম একটা অভূতপূর্ব ঘটনার সাথে। আমরা অর্থাৎ সমগ্র ভারতবাসী। ভারতে অথবা বিদেশে থাকা প্রতিটি ভারতবাসী ২৩ তারিখ সম্পূর্ন নতুন ভাবে নিজের দেশ নায়কের জন্মবার্ষিকী পালনের সাক্ষী ছিলাম।
আমরা সবাই দেখেছি ভারতের একটি রাজ্য অর্থাৎ পশ্চিম বঙ্গের বুকে একটা অভূতপূর্ব দৃশ্য। পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া ২৩ তারিখ সম্পূর্ন নতুন রূপে আমাদের সামনে এসেছিল।
উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের বুকে বহিরাগত এবং ভূমিপুত্র নিয়ে বহু তর্ক বিতর্ক আমরা দেখেছি। কিন্তু এই ২৩ তারিখের অনুষ্ঠান ছিল সব কিছুর উর্ধ্বে।। এই অনুষ্ঠান যার মস্তিষ্কপ্রসূত তিনি হয়ত বাংলার ভূমিপুত্র না কিন্তু মনে রাখতে হবে তিনি বহিরাগত হিসেবেও বিবেচ্য নন। কারণ তিনি আমাদের প্রধানমন্ত্রী। অপর দিকে যদি দেখা যায় পশ্চিম বাংলা ভারতের একটি অঙ্গ রাজ্য। এটাও কোনো ভূমিপুত্র বা বহিরাগত নিয়ে বিবাদের ভূমি না।
আগামী দিনে এভাবেই হয়ত বাংলা বাকি রাজ্য বা বিশ্বকে পথ দেখাবে। দেশের মনীষী , বিপ্লবী এবং প্রতিটি মহা পুরুষদের নিয়ে আগামী দিনে এভাবেই হয়ত অনুষ্ঠান হবে ভারতের প্রতিটি কোনে। তখন সবাই বলবে এই অসাধারণ কর্ম কাণ্ডের সূচনা করেছিল পশ্চিম বঙ্গ। সব বিতর্ক পাশে রেখে সামনের দিকে তাকালে আমরা হয়ত একটা সুন্দর দিন দেখতে পারব যেদিন ২৩ তারিখের মতোই বাংলা আরো অনেক গঠন মূলক কাজ করবে এবং বাকিদের অনুপ্রাণিত করবে। তাই শুধু মাত্র বাঙালি হিসেবে নয়, ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত হবার দিন এই ২৩ জানুয়ারি ২০২১।
আসুন এভাবেই আমরা বাংলার মুখ উজ্জ্বল করার চেষ্টা করি সব বিতর্কের অবসান করে। মনে রাখতে হবে পশ্চিম বঙ্গ হোক বা ভারত। বাঙালি হোক বা অবাঙালি। আমরা দিনের শেষে যা করব সবটাই দেশের স্বার্থে। নেতাজি আজ শুধুমাত্র বাংলার না, সমগ্র ভারতবাসীর কাছে অনুপ্রেরণা।
https://www.youtube.com/watch?v=e_fWqvoV7HY&feature=youtu.be
পিউ