17:38:30 নেতাজি স্বাধীনতার জন্য ভিক্ষা করেননি, শিখিয়েছিলেন স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়: মোদী
17:36:19 নেতাজিকে ধরতে ব্রিটিশ বাহিনী হন্যে হয়ে ঘুরেছিল: মোদী
17:28:52 রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের মত মহাপুরুষ জন্মেছেন এই মাটিতে। জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসুর মত বিজ্ঞানীদের নামও উল্লেখ করেন মোদী।
17:26:03 মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ সম্বোধন মোদীর।
17:21:06 বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদী।
17:20:43 মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মমতা। বললেন কাউকে আমন্ত্রণ করে অপমান করা উচিৎ নয়।
17:18:50 মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান।
16:36:23 নেতাজির স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন মোদী। নেতাজির কর্মকাণ্ড নিয়ে লাইট আ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি।
16:28:59 মোদীকে উত্তরীয় পরিয়ে বরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
16:27:27 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিক্টোরিয়ার প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
16:26:41 মোদীর এহেন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নেতাজি শরণে মোদী-মমতা। সকাল থেকে ময়দানে ছিলেন মমতা। এবার নেতাজির জন্মজয়ন্তীতে একাধিক কর্মসূচি নিয়ে শহরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি রাজ্যপালকে সঙ্গে নিয়ে নেতাজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে পৌঁছে যান ন্যাশানাল লাইব্রেরিতে। লাইব্রেরির আর্ট গ্যালারি ঘুরে দেখেন মোদী। এরপর সেখান থেকে সোজা চলে এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। নেতাজির নামাঙ্কিত সেমিনারে অংশ নেবেন প্রধানমন্ত্রী।