আজ অভিষেক Biden-র; বাতিল হচ্ছে Muslim Travel Ban

ধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন জে বাইডেন। দেশের নতুন প্রেসিডেন্ট হিসেব শপথ নেওয়ার পর বাইডেন নতুন কী ঘোষণা করেন তার দিকে তাকিয়ে গোটা দুনিয়া।

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ বাইডেনের(Joe Biden) শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। শপথ গ্রহণের পর কোনও পার্টিতে যোগ দেবেন না নতুন প্রেসিডেন্ট। তবে সেলিব্রেটিং আমেরিকা নামে এক টিভি অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

FILE – In this combination of file photos, former Vice President Joe Biden speaks in Wilmington, Del., on March 12, 2020, left, and President Donald Trump speaks at the White House in Washington on April 5, 2020. (AP Photo, File)

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শপথ নিয়েই ১৭টি নির্দেশিকায় সাক্ষর করতে পারেন বাইডেন। এর মধ্যে রয়েছে পরিবেশ সংক্রান্ত কয়েকটি নির্দেশিকা। পাশাপাশি ট্রাম্পের আমলের করোনা মোকাবিলায় মার্কিন নীতির আমূল বদলে যেতে পারে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। এর জন্য অনেকে ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) নীতিকেই দায়ি করে থাকেন। কারণ প্রথম দিকে তিনি করোনা ভাইরাসকে পাত্তাই দিতে চাননি।

তবে গুরুত্বপূর্ণ হল, মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার ওপরে বেশকিছু মুসলিম দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। তা তুলে নেওয়া হবে। মেক্সিকো থেকে অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তে যে দেওয়াল তোলার যে প্রকল্প হাতে নিয়েছিলেন ট্রাম্প তাও বাতিল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.