প্লাস্টিকের আবর্জনা মহাসঙ্কট ডেকে আনছে

মানুষের সমাজ তো বটেই, জঙ্গলেও প্লাস্টিকের আবর্জনা মহাসঙ্কট ডেকে আনছে। প্লাস্টিকের সমস্যায় জেরবার সমুদ্র ও সামুদ্রিক প্রাণীরাও। কখনও কচ্ছপ বা মাছের পেট থেকে বেরিয়ে আসছে প্লাস্টিক। কখনও আবার প্লাস্টিক গিলে শ্বাসরোধ হয়ে প্রাণ হারাচ্ছে পাখি। তবুও মানুষের অভ্যেসে বদল আসছে না। নিজের সুবিধার জন্য আমরা অনেকেই দেদার প্লাস্টিক ব্যবহার করছি। আর আমাদের এই ভুলের খেসারত দিতে হচ্ছে বন ও বন্যপ্রাণকে। আর কবে সচেতন হব আমরা! 

https://youtu.be/Bt3j_Zrp6Kk

এই একটা Video অবশ্য আমাদের নতুন করে ভাবাতে পারে। এই Video দেখার পর আমরা সচেতন হতেই পারি। মহারাষ্ট্রের তাডোবা-অন্ধারি ন্যাশনাল পার্কের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের বোতল ও বর্জ্য। এবার দেখা গেল একটি প্লাস্টিকের বোতল কামড়ে নিয়ে গিয়েছে একটি বাঘ। বেশ কিছুক্ষণ সেই প্লাস্টিকের বোতল কামড়ানেরা চেষ্টা করে ব্যাঘ্র শাবকটি। একজন পর্যটক এই ভিডিয়ো শুট করেছিলেন। জঙ্গল প্লাস্টিক ফ্রি জোন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জঙ্গলের ভিতরে প্লাস্টিকের বোতল এল কী করে! নিশ্চয়ই এই বোতল এখানে কোনও মানুষই ফেলে গিয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.