প্রজাতন্ত্র দিবসে এ বছর সারা ভারত দেখবে নারী শক্তির প্রদর্শন। এ বছর ২৬ জানুয়ারি রাজপথে কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন প্রথম মহিলা যোদ্ধা পাইলট। ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্থ ওড়াতে চলেছে যুদ্ধ বিমান রাফালে।
তিনি ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) কুচকাওয়াজে অংশ নেবেন। হালকা যুদ্ধ বিমান, হালকা যুদ্ধের হেলিকপ্টার এবং সুখোই-৩০ যুদ্ধ বিমান এ বছর প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হবে। ভাবনা বর্তমানে রাজস্থানের একটি এয়ারবাসে পোস্টেড রয়েছেন। সেখানে তিনি মিগ-২১ বাইসন ফাইটার প্লেন ওড়ান। তিনি আইএএফ-এর প্রথম মহিলা যোদ্ধা পাইলটদের মধ্যে অন্যতম। তিনি, অবনী চতুর্বেদী এবং মোহনা সিংহ ২০১৬ সালে ফাইটার বিমানের চালক হিসাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন। তাঁরাই প্রথম ভারতীয় মহিলা ফাইটার পাইলট। ২০১৫ সালে ভারতীয় বায়ুসেনায় পরীক্ষামূলক প্রকল্পের পরে দশ জন মহিলা যোদ্ধা পাইলট নিযুক্ত হন। ভাবনা তাঁদের মধ্যে একজন ছিলেন।
সোমবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটারে নারীর ক্ষমতায়ণ ও নারীর নেতৃত্বাধীন নিউ ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান। ভাবনা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া প্রথম মহিলা যোদ্ধা পাইলট হবেন। গোটা দেশের কাছে এটি একটি গর্বের বিষয়। রাফালে যুদ্ধবিমানগুলি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে। সোমবার ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, নতুন অন্তর্ভুক্ত রাফালে যুদ্ধবিমানটি ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে এবং ‘ভার্টিকাল চার্লি’ গঠন করে তার জ জার্নি শেষ করবে।
গত বছরের ১০ সেপ্টেম্বর ফ্রান্সের তৈরি পাঁচটি মাল্ট্রোল রাফালে যুদ্ধবিমান আইএএফ-এ অন্তর্ভুক্ত হয়েছিল। নন্দী জানিয়েছেন, মোট ৩৮ জন আইএএফ বিমান এবং ভারতীয় সেনাবাহিনীর চারটি বিমান ২৬ জানুয়ারী ফ্লাইপাস্টে অংশ নেবে। ঐতিহ্যগতভাবে ফ্লাইপাস্টটি দুটি ব্লকে বিভক্ত থাকবে। প্রথমটি প্যারেডের ১০০৪ ঘণ্টা থেকে ১০২০ ঘণ্টা এবং দ্বিতীয়টি কুচকাওয়াজের পরে ১১২০ ঘণ্টা থেকে ১১৪৫ ঘণ্টা পর্যন্ত পরিকল্পনা করা হবে। প্রথম ব্লকে তিনটি ফর্মেশন থাকবে। প্রথমটি হবে ‘নিশান’। এর জন্য চারটি MI17V5 এয়ারক্র্যাফট ব্যবহৃত হবে যা জাতীয় পতাকা এবং তিনটি পরিষেবার লোগো বহন করবে। এটি সেনাবাহিনী বিমান করপোরেশনের চারটি হেলিকপ্টার দ্বারা ‘ধ্রুব’ গঠনের করা হবে। শেষটি হবে ‘রুদ্র’ গঠন। এটি একাত্তরের যুদ্ধে দেশের বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করবে। তিনি আরও বলেন, এতে দুটি M17V5 হেলিকপ্টার ও একটি ড্যাকোটা এয়ারক্র্যাট থাকবে।