ভোটের অঙ্ক নয়, রসায়ন। ভোট বিশেষজ্ঞরা অনেক অঙ্ক কষে যা ভবিষ্যৎবাণী করেছিলেন, তাকে ব্যর্থ করে দিয়েছে রসায়ন। সোমবার নিজের কেন্দ্র বারাণসীতে কর্মিসভায় এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বারাণসীর মানুষের সঙ্গে তাঁর যা রসায়ন, তা ভোটের অঙ্ককে ব্যর্থ করে দিয়েছে।
এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তিনি কর্মীদের সঙ্গে দেখা করেন। মন্দিরে মোদীর সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দিরের পূজারী বলেন, মোদী হলেন বাবা বিশ্বনাথের সবচেয়ে বড় ভক্ত।
মোদীর কথায়, রাজনীতি বিশ্লেষকদের মানতে হবে, ভোটের অঙ্কের বাইরেও একটা জিনিস আছে। তা হল রসায়ন। আমরা দু’টি চ্যালেঞ্জের মুখে পড়েছি। রাজনৈতিক হিংসা ও রাজনৈতিক অস্পৃশ্যতা। আমাদের সমর্থকরা কাশ্মীর, কেরল অথবা বাংলায় খুন হচ্ছেন কেন? খুবই লজ্জাজনক ব্যাপার। যদি একটা দল থাকে যে প্রকৃত গণতান্ত্রিক, সে হল বিজেপি।
গত রবিবার গুজরাতের আমেদাবাদে গিয়ে মোদী মায়ের আশীর্বাদ নিয়ে আসেন। সেখানে জনসভাও করেন। তিনি দীর্ঘ ১৩ বছর গুজরাতে মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ভাষণে বলেন, এবার ভোটে সরকারের পক্ষে হাওয়া ছিল। আমি ষষ্ঠ দফার ভোটের পরেই বলেছিলাম, ৩০০ আসন পাচ্ছি। তখন অনেকে আমার কথা বিশ্বাস করেননি। এখন তাঁরা দেখছেন, কী হয়েছে।
সোমবার মোদী এসেছেন নিজের নির্বাচন কেন্দ্রে। তিনি এদিন সকালেই বলেন, ভোটারদের আশীর্বাদ চাইতে এসেছেন। সোমবার তিনি যখন কাশী বিশ্বনাথ মন্দিরে যান, তার প্রধান ফটকের বাইরে ছিল বিশাল এলইডি স্ক্রিন। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী প্রার্থনা করছেন।
এবার বারাণসীতে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে জিতেছেন মোদী। আগের বারের চেয়ে তাঁর ভোট বেড়েছে প্রায় এক লক্ষ। ১৯ মে কাশীতে ভোট হয়। তার আগে এক ভিডিওতে তিনি বলেন, আমিও কাশীবাসী। এই শহর আমাকে পথ দেখিয়েছে।